![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/08/13/ddecbacce70dfd7d4db6136f4b1c6272-598fe73a44f2d.jpg?jadewits_media_id=955261)
দুবলার চর থেকে ১০ শিশু শ্রমিক উদ্ধার, আটক ১
প্রথম আলো
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ১৮:১৭
পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে ১০ শিশু শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে দুবলার চরের মাঝেরকেল্লা থেকে ওই শিশুদের উদ্ধার করা হয়। এ সময় তাদের কাজের প্রলোভন দেখিয়ে দুবলার চরে নিয়ে আসা এক ব্যক্তিকে আটক করা হয়।