![](https://media.priyo.com/img/500x/http://bonikbarta.net/uploads/news_image/news_210815_1.jpg)
পাইকারিতে আদার কেজি ২০০ টাকা, রসুনের ১৩০
বণিক বার্তা
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯, ০২:০৯
বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে মসলা পণ্য পেঁয়াজ। এবার আদা ও রসুনের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে পণ্য দুটির দাম।