মাটির গানে মন মাতালেন কাজল দেওয়ান
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ২১:৩৮
ঢাকা (আর্মি স্টেডিয়াম থেকে): আর্মি স্টেডিয়াম যখন দর্শকে কানায় কানায় পূর্ণ, তখন দলবল নিয়ে ফোকফেস্টের মঞ্চে উঠেন বাউলশিল্পী কাজল দেওয়ান। হেমন্তের হিম হিম পরিবেশে বিরহ ও আধ্যাত্মিক গানের মূর্ছনায় উষ্ণ করে তুলেন আগত লোকসংগীতপ্রেমীদের।