ইসরায়েলে বাতিল হতে পারে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ

মানবজমিন প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

ইসরায়েলে আর্জেন্টিনা-উরুগুয়ের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল হতে পারে। ১৮ই নভেম্বর সাবেক রাজধানী তেলআবিবে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে, নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি অন্য কোথাও সরিয়ে নেয়া হতে পারে।আর্জেন্টিনা-উরুগুরে ম্যাচের ভেন্যু নিউ ব্লুমফিল্ড স্টেডিয়াম, যা ফিলিস্তিনের গাজা উপত্যাকার খুব কাছে। যেখানে গত কয়েকদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। পাল্টাপাল্টি রকেট হামলায় প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে তেলআবিবে ম্যাচটি আয়োজনে উদ্বেগ প্রকাশ করেছে উরুগুয়ে এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ম্যাচটি নিরাপদ কোনো ভেন্যুতে সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে তারা।২০১৮ বিশ্বকাপের আগে ইসরায়েলে একটি প্রীতি খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু সেখানে ম্যাচটি খেলতে রাজি হয়নি মেসিরা। এবার সেখানে ম্যাচ আয়োজনের ঘোষণা আসার পর ক্ষোভ প্রকাশ করেন হাজার হাজার মানুষ। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার স্টেডিয়াম ন্যু ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বিক্ষোভও করেন একদল শান্তিকামী মানুষ। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলে গিয়ে না খেলার জন্য মেসি-সুয়ারেজদের প্রতি অনুরোধ জানান তারা। বিক্ষোভকারীরা দাবি করেন, আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের কাছে নিজেদের শান্তিকামী রাষ্ট্র প্রমাণ করতে চাইছে ইসরায়েল। আগামী সপ্তাহে ইসরায়েলে আরেকটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ই নভেম্বর জেরুজালেমে পোল্যান্ডের মোকাবিলা করবে ইসরায়েল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও