শায়েস্তাগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, নারীসহ আহত ১০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গ্রামের লোকজন আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় পৌর এলাকার লেঞ্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহমদ গ্রামের সিরাজ মিয়ার পুত্র জামাল মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী লেঞ্জাপাড়া গ্রামের খুরশেদ মিয়ার পুত্র ফারুক মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় দু’পক্ষের লোকজন লেঞ্জাপাড়া গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সুযোগে কিছু লোক ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাট চালায়। সংঘর্ষে আহত জামাল (৩৫), তাজুল ইসলাম (৩০), সেন্টু মিয়া (২৫), পলি বেগম (২২), খালেদা আক্তার (২৬) ও জরিনা (৩০) কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.