You have reached your daily news limit

Please log in to continue


নবীগঞ্জে সাংবাদিক আলীমের মৃত্যুবার্ষিকী

নবীগঞ্জে সকলের প্রিয় মুখ ও জনপ্রিয় সাংবাদিক মরহুম আবদুল আলীমের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মরহুমের মৃত্যুবার্ষিকী পালিত হয়।  শুক্রবার জুমায়ার নামাজ শেষে মরহুম সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের শহরতলীর চরগাঁও গ্রামের জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের মধ্যবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে এবং দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়েছে। সাংবাদিক আলীমের পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্র সাংবাদিক ছনি চৌধুরী বাবার সহকর্মী, বন্ধুবান্ধব, সকল, সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, ২০০৬ সালে ৭ই নভেম্বর সকালে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ই নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন