ফিক্সিং কাণ্ডে আরো দুই ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৯, ১৫:৫৬
ভারতীয় ক্রিকেটে আবারো আলোচনায় উঠে এসেছে স্পট-ফিক্সিং। কর্ণাটক প্রিমিয়ার লিগের একের পর এক উঠে আসছে ফিক্সিংয়ে তথ্য। কয়েকদিনের ব্যবধানে গ্রেফতার হয়েছেন ভারতীয় দুই ক্রিকেটার নিশান্ত সিং শেখাওয়াত ও এম বিশ্বনাথান। এবার গ্রেপ্তার হলেন আরো দুই ক্রিকেটার।\r\n\r\nফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হয়েছেন কর্ণাটকের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান সিএম গৌতম ও তার সতীর্থ আবরার কাজি। পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের কর্ণাটক প্রিমিয়ার লিগের ফাইনালে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তারা। ফাইনালে হুবলি টাইগার্স ও বেল্লারি টাস্কার্স মুখোমুখি হয়েছিল। সিএম গৌতম ছিলেন বেল্লারির অধিনায়ক। তার সতীর্থ ছিলেন আবরার কাজি।
- ট্যাগ:
- খেলা
- ফিক্সিং
- ভারতীয় ক্রিকেটার