ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড : দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ১১:১৬
প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের ব্যবহার ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আকাশছোঁয়া। তবে দেশে ইন্টারনেট ব্যবহার যেভাবে বেড়েছে, সেবা সেভাবে বাড়েনি। মোবাইল কিংবা ব্রডব্র্যান্ড সংযোগে ইন্টারনেট ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ব্রডব্যান্ড ডাউনলোড স্পিডে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। মোবাইল ডাউনলোড স্পিডে এ অবস্থান পঞ্চম। তবে বৈশ্বিক র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরো তলানিতে। ইন্টারনেট ডাউনলোড স্পিড বিশ্লেষণকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ওকলার সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।