কমবে আকরিক লোহার দাম ঊর্ধ্বমুখী থাকবে কয়লা
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০১:০৩
চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিকে চাহিদা কমে আসায় মন্দা ভাব বজায় ছিল কয়লার বাজারে। ইস্পাতের দামে মোটামুটি স্থিতিশীলতা বজায় ছিল। তবে আগামী বছর পরিস্থিতি উল্টো দিকে মোড় নিতে পারে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত থাকায় কমে আসতে পারে আকরিক লোহার দাম। এদিকে চাহিদা বাড়ায় বাড়তে পারে ধাতব কয়লার দাম। ইস্পাতের চাহিদা ও দামে খুব একটা প্রবৃদ্ধি না থাকলেও দামে ধস নামার সম্ভাবনা ক্ষীণ। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।