পুরনো টাকার খবর নেই, ২৯৮৩ কোটির নতুন আবদার!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৯, ০৭:৫৯
ঢাকা: ওয়াসার পানি নিয়ে ঢাকাবাসীর অভিযোগের অন্ত নেই। অনেক সময় পানি ফুটিয়েও পান করা যায় না। ময়লা, দুর্গন্ধযুক্ত পানি নিয়ে আন্দোলন, মানববন্ধনের মতো ঘটনাও কম নেই। এসব পানি পানের কারণে ডায়রিয়া-আমাশয়, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে রাজধানীবাসী। প্রতিকার চেয়েও মেলে না কোনো প্রতিষেধক! অথচ এই পানি সরবরাহ করার জন্যই বাড়তি টাকার আবদার করেছে সংস্থাটি।