ত্রিপুরাস্থ ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ সদস্যদের বাংলাদেশে আগমন
ত্রিপুরাস্থ ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের ১৫ সদস্যের একটি দল গতকাল শুক্রবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে। ত্রিপুরা বিধান সভার স্পিকার রেবতি মোহন দাসের নেতৃতে দলটিতে বিধানসভার এমএলএ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার সদস্যরা রয়েছেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং আমদানি রপ্তানিকারক সমিতির নেতারা। পরে ত্রিপুরাস্থ ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদের সভাপতি এবং ত্রিপুরা বিধান সভার সদস্য (এমএলএ) আশীষ কুমার সাহা জানান, ভারত-বাংলাদেশ সম্প্রীতি সংসদ নামে বাংলাদেশ এবং ত্রিপুরায় পৃথক দুটি সংগঠন রয়েছে। বাংলাদেশের ওই সংগঠনের আমন্ত্রণে ৪ দিনের সফরে তারা বাংলাদেশে এসেছেন। সফরকালে তারা ঢাকায় দুটি সংগঠনের যৌথ সভা করবেন। ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন এবং দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের আশা করছেন তারা। দু’দেশের মানুষের সম্পর্ক যেন আরো নিবিড় হয় এটাই এ সফরের উদ্দেশ্য বলে তিনি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী, আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহাব ভূঁইয়া প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.