কঠিন চীবর দানোৎসবে সীমা বিহারে পুণ্যার্থীদের ঢল
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৯, ২১:৫৯
কক্সবাজার: কারও মাথায় চীবরের থালা আর কারও হাতে কল্পতরু। লাইন ধরে অসংখ্য নারী-পুরুষ ও শিশু ছুটছে বিহারের দিকে। বাঁশ-গাছের ব্যবহারে কাগজের নানা কারুকাজে তৈরি দৃষ্টিনন্দন কল্পতরু বা টাকার গাছে ঝুলছে টাকার নোট, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি। পেছনে বাদক দল ঢোল, কাঁসরসহ নানা বাদ্যের তালে তালে নাচছে আর গাইছে বৌদ্ধ কীর্তন ‘বুদ্ধ বল বলরে, বুদ্ধের মতন এমন দয়াল আর নাইরে।’