দেখে আসুন ধুপপানি ঝরনা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯, ১৪:৫৭
এমন কিছু দৃশ্য থাকে, যার সৌন্দর্যে শুধুই ‘হা’ করে তাকিয়ে থাকতে হয়। মাঝে মাঝে সেই অপরূপ সৌন্দর্য গিলে ফেলে হজম করার বৃথা চেষ্টা করি আমরা! বলা হচ্ছে ধুপপানি ঝরনার কথা। অনেকে ‘শ্বেত শুভ্র পানির ঝরনা’ নামেও ডাকেন। ধুপ শব্দের হচ্ছে সাদা আর পানি মানে পানি, অর্থাৎ সাদা পানির ঝরনা। প্রায় ২০০ মিটার উঁচু থেকে যখন পানি নিচে গড়িয়ে পড়ে তখন পানির কণাগুলো অনেকটাই সাদা ফেনার জগত সৃষ্টি করে নিচে।