বিএনপি নেতা বলেই ১৯ বছরেও এমপিওভুক্ত হয়নি আব্দুল গফুর মহিলা কলেজ

মানবজমিন প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯, ০০:০০

প্রতিষ্ঠাতা বিএনপি নেতা বলেই ১৯ বছরেও এমপিওভুক্ত হয়নি ২০০৪ সালের জেলার শ্রেষ্ঠ কলেজ কমলগঞ্জের আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ। প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষকবৃন্দের আন্তরিকতায় প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফল আর সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ সব কিছুতেই উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়। ভাষা সৈনিক স্বাধীনতার অন্যতম সংগঠক, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য মরহুম মোহাম্মদ ইলিয়াসের ভ্রাতুষ্পুত্র বিএনপি নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী তার বাবার নামে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। কমলগঞ্জ-আদমপুর সড়কের পাশে পৌর এলাকার আলেপুর গ্রামে ১.২২ একর জায়গার উপর কলেজ প্রতিষ্ঠার পর ২০০৩ সালে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক একাডেমিক স্বীকৃতি লাভ করার পরের বছর ২০০৪ সালে কলেজটি মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ) হিসেবে কৃতিত্ব অর্জন করে এবং ২০০৪ সাল থেকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু-২ হিসেবে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে কলেজটিতে ৭শ’ শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন। এই কলেজের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে সহ-পাঠক্রম কার্যক্রম সহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে সুনাম অর্জন করে। প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, ছাত্রীরা ঐতিহ্যগতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করলেও বর্তমান সরকারের ঘোষিত নীতিমালা অনুসারে কলেজটি পরিপূর্ণ থাকা সত্ত্বেও নারী শিক্ষার এই প্রতিষ্ঠানটি রহস্যজনক কারণে আজও এমপিওভুক্ত হয়নি। অভিভাবকরা বলেন, উচ্চ নারী শিক্ষায় জেলার মধ্যে এই কলেজটি অন্যতম হলেও এমপিওভুক্ত তালিকায় এ কলেজ স্থান না পেলেও বুধবার প্রকাশিত তালিকায় শিক্ষার্থী নেই, ভবন নেই এমন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় স্থান করে নিয়েছে। বর্তমান সরকার নারী শিক্ষায় নিরলসভাবে কাজ করলেও নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্তির তালিকায় স্থান না পাওয়ায় সরকারি সযোগ-সুবিধা থেকে বঞ্চিত উপজেলার অসচ্ছল, নিম্ন আয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তানরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ বছর ধরে কমলগঞ্জের নারী শিক্ষার একমাত্র আলোকবর্তিকা হিসেবে সুনামের সঙ্গে এগিয়ে চলা আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ। এ অঞ্চলে ঝরে পড়া অবহেলিত জনগোষ্ঠীর লেখাপড়ার সুযোগ সৃষ্টি হওয়ায় এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর উপজেলার ৮০% ছাত্রী ভর্তি হয়ে সাফল্যের সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে উচ্চ শিক্ষা গ্রহণকারী অধিকাংশ ছাত্রী অসচ্ছল, নিম্ন আয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সন্তান। কলেজটিকে ঘিরে দরিদ্র জনগোষ্ঠীর সন্তানেরা উচ্চতর শিক্ষার সুযোগ পেলেও গত বুধবার দেশের ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় এ বিদ্যাপীঠের স্থান না হওয়ায় হতাশ শিক্ষক, ছাত্রী ও অভিভাবকরা। এদিকে গত ১১ বছর ধরে কলেজটির প্রতিষ্ঠাতা হাজী মুজিব কোনো প্রকার আর্থিক সহায়তা না করায় প্রতিষ্ঠানে কর্মরত ২২ জন শিক্ষক-কর্মচারী চরম দুর্ভোগে আছেন। তারপরও তারা নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদানের পাশাপাশি বার্ষিক ফলাফলে সাফল্য ধরে রেখেছে। স্থানীয়রা কলেজটিকে দ্রুত এমপিওভুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আলাপকালে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে এই সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতি সমপ্রতি এমপিওভুক্তির তালিকায় এই কলেজের নাম না থাকায় আমরা চরম হতাশায় আছি। দ্রুত কমলগঞ্জ উপজেলার নারী শিক্ষার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজটিকে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি তিনি জোর দাবি জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও