প্রাচ্য সংস্কৃতির পুনর্জাগরণের কথা ভাবা দরকার
রক্ত হিম করা বেশ কয়েকটি পারিবারিক হত্যাকাণ্ড ঘটে গেল অল্প সময়ের ব্যবধানে। পরিবারে মনস্তাত্ত্বিক বিরোধ ছিল না—এমন কোনো শতাব্দীর কথা আমরা মনে করতে পারব না। কিন্তু প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বাবা ছেলেকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা কিংবা সম্পত্তির কারণে বাবা-ছেলে মিলে মাকে পানিতে ডুবিয়ে হত্যা বা এজাতীয় আরো যত হত্যাকাণ্ড এবং নৃশংসতার যে মাত্রা তা কি আগে কখনো দেখা গেছে?