বাঙালির ‘পরচর্চা’ অসুখ
প্রথম আলো
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ১৮:৫১
চর্চা শব্দটা উত্তম, অর্থবহ। আলোচনা, পড়াশোনা, অভ্যাস, অনুশীলন, গবেষণা ইত্যাদি ভালো অর্থে শব্দটি ব্যবহৃত হয়। জ্ঞান-বিজ্ঞান চর্চা, সাহিত্য চর্চা, শরীর চর্চা, ধর্ম চর্চা—এসব ক্ষেত্রে চর্চা শব্দ চড় চড় করে মর্যাদার উঁচু চেয়ারে বসে আছে। কিন্তু শব্দটির মাথায় যেই না বসল পর, শব্দটি সঙ্গে সঙ্গে ধপাস করে পতন হলো। তখন শব্দটি হলো, যার সহজ ব্যাবহারিক অর্থ...