কর্তব্যের ও গৌরবের যুব সমাজ
পরিবার, সমাজ ও দেশের জন্যে কর্তব্য পালনে যুব সমাজের যত রকম ভূমিকা আছে সেসবের সবকটি উদাহরণের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ, আচরণ ও নানা সময়ে দেওয়া নির্দেশনাগুলো ভালো করে অনুধাবনের চেষ্টা করলে আর যাই-ই হোক, বাংলাদেশের যুব সমাজকে অপাংক্তেয় ও খাটো করে দেখার সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধের...