![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/10/22/37044237724853af70aeb260872c2d71-5dae92f2829b7.jpg?jadewits_media_id=1479581)
ওমর ফারুকের চাঁদাবাজির কথা বেরিয়ে আসছে
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯, ১১:২৩
বিতর্কের মুখে ওমর ফারুক চৌধুরীকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যুবলীগের বঞ্চিত নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, সংগঠনের বিভিন্ন ধাপে কমিটির নামে বাণিজ্য হয়েছে। ওমর ফারুকের নামেই এসব বাণিজ্য করেছেন বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান। তাই শুধু অব্যাহতি নয়, বিভিন্ন অনিয়ম তদন্ত করে ওমর ফারুকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ওমর ফারুক ঢাকা মহানগর