![](https://media.priyo.com/img/500x/https://opinion.bdnews24.com/bangla/wp-content/uploads/2019/10/JNU-VC-01-1156x660.jpg)
উত্তপ্ত সমাজ: উপাচার্যের চাপে শিক্ষার নাভিঃশ্বাস
নানা ইস্যুতে দেশ এখন উত্তপ্ত। একটার পর একটা ইস্যু আসছে সামনে। একটার আগুন নিভতে না নিভতেই আর একটা জ্বলে উঠছে। উপাচার্য বিতর্কের রেশ না কাটতেই যুবলীগ প্রধানের অব্যাহতি, তার খবর পাতে পড়তে না পড়তেই শুরু হয়েছে দাঙ্গা বাধানোর অপপ্রক্রিয়া। সামাজিক মাধ্যম এমনিতেই একটি অনিয়ন্ত্রিত অসম্পাদিত মিডিয়া। মানুষ যদি তার ব্যবহার না জানে বা ভুল ব্যবহার করে তবে যে কি হতে পারে তা আমাদের চাইতে ভালো আর কে জানে? শনিবার রাতে তৃতীয় মাত্রায় অতিথি থাকার সুবাদে কি কারণে যেন এমন প্রসঙ্গ উঠেছিল।