![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2019/10/21/klopp-ole-1.jpg/ALTERNATES/w640/klopp-ole-1.jpg)
রেফারিং নিয়ে লিভারপুল-ম্যানইউ কোচের দুই মত
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯, ১১:৪৬
ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল ম্যাচে ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে রেফারি ও ভিএআর বিতর্ক। ম্যাচ শেষে এই প্রসঙ্গে দুই কোচ নিয়েছেন ভিন্ন ভিন্ন অবস্থান। ইয়ুর্গেন ক্লপ করেছেন কড়া সমালোচনা, আর উলে গুনার সুলশারের কণ্ঠে ঝরেছে প্রশংসা।