![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2019/10/online/thumbnails/Untitled-25-5dab633a6d412-5dab7ba8e6d55.jpg)
বাস-ট্রেনের টিকিট শুধু কালোবাজারে
সমকাল
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯, ০৩:২০
সরকারি চাকরির সূত্রে আবদুল হক সিলেটে থাকেন। তিন দিন ধরে সকালে সব কাজ ফেলে রেলওয়ে স্টেশনে দৌড়াচ্ছেন। ২৬ অক্টোবর রাতের ট্রেনের দুটি টিকিট কিনতে চান তিনি। এক আত্মীয় ছেলেকে নিয়ে সিলেটে আসবেন। তারা ঢাকায় ফেরার জন্যই ওই দুটি টিকিট দরকার। গতকাল শনিবার দুপুর পর্যন্ত চেষ্টা করেও কোনো টিকিট পাননি আবদুল হক। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাসের দুটি টিকিট কিনেছেন, তাও দ্বিগুণ দামে।