সোমবার বডোডরাতে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিন স্পিনার একতা বিস্ত (৩-৩২), দীপ্তি শর্মা (২-২৪) এবং রাজেশ্বরী গায়কোয়াড় (২-২২)। মাত্র ১৪৬ রানের পুঁজি নিয়েও মিতালিরা জয় পেলেন তিন কন্যার ঘূর্ণিতে।