কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ ভুয়া সাংবাদিক আটক

মানবজমিন প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

মোটা অঙ্কের টাকার চুক্তিতে ঢাকা থেকে মানববন্ধনের সংবাদ কভার করতে এসে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের হাতে ধরা পড়েছে ৮ ভুয়া সাংবাদিক। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকা থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। সন্ধ্যায় তাদেরকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতো বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। আটক ভুয়া সাংবাদিকরা হচ্ছে ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়া এলাকার এসএম হোসেনের ছেলে সরকার শিপলু (৩৬), ঢাকার উত্তর খান এলাকার আকাশ আহমেদের ছেলে মো. রুবেল (৩০), আগারগাঁও তালতালার সত্তার শিকদারের ছেলে রুবেল শিকদার (২৫), রামপুরার আল আমিনের মেয়ে আয়েশা শিকদার (২১), দারুসসালাম বর্ধনবাড়ির মো. কামালের ছেলে মেহেদী হাসান (২৫), পটুয়াখালীর গলাচিপার আবু জাফরের ছেলে আহসান উদ্দিন (৩৪), একই জেলার বাউফল কেশবপুরের শাহআলমের ছেলে আহসান (৩৪), খুলনার শেখপাড়ার সেলিম খানের তানজির খান রনি (৩৫), শরিয়তপুরের নাড়িয়া নশাসন গ্রামের মো. হাবিবুর রহমান মো. হাফিজ (৩৩)। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাসটিও আটক করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও