ফিফা প্রেসিডেন্ট ঢাকায় আসছেন বুধবার
ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল সফরে জিয়ান্নি ইনফান্তিনো। এবার তিনি সফরে বেরিয়েছেন এশিয়ার এসব দেশের ফুটবলের কী অবস্থা তা দেখার জন্য। তারই অংশ হিসেবে আগামী বুধবার বিকালে ঢাকা এসে পৌঁছাবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার সঙ্গে ঢাকায় আসছেন ফিফার ডেপুটি সেক্রেটারি জেনালের মার্টিয়াস গ্রাস্ট্রারম, চিফ কমিউনিকেশন অফিসার অনফি কস্টা, ফিফার দক্ষিণ এশিয়ার পরিচালক সঞ্জীবন বালাসিনগাম ও ফিফা প্রেসিডেন্টের ম্যানেজার ফ্রেডরিকো। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার এ সফরকে বলা হচ্ছে ‘এশিয়ায় গুডউইল সফর’। মঙ্গোলিয়া থেকে বুধবার বিকালে ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের। গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এসময় বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহম্মেদ, ফিফা ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য হারুনুর রশীদ, শওকত আলী খান জাহাঙ্গীর ও ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট। বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকালেই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ২১১ দেশের (ফিফার সদস্য দেশ ২১১টি) প্রেসিডেন্টের। ঢাকা থেকে তার পরবর্তী গন্তব্য লাওস। বাংলাদেশে এটি কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথমবার হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্ল্যাটার দুবার এসেছিলেন। ২০০৬-এ ব্লাটার প্রথম ঢাকায় আসেন বাফুফে ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে। সর্বশেষ সেফ ব্লাটার এসেছিলেন ২০১২ সালের ৬ই মার্চ। বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ উদ্বোধন করার জন্য।
- ট্যাগ:
- খেলা
- ফিফা প্রেসিডেন্ট
- শেখ হাসিনা
- ঢাকা