আমাদের উপাচার্য-বৃত্তান্ত
গত শতকের সত্তরের দশকের শেষ দিক। আমি তখন নবম শ্রেণির ছাত্র। আব্বা একটা সাধারণ জ্ঞানের বই কিনে এনে আমাকে উপহার দিলেন। বইটির নাম 'বাংলাদেশের ডায়েরী'। আব্বা প্রায়শ বলতেন, 'পাঠ্যবইয়ের বাইরে সাধারণ জ্ঞানের বই পড়তে হয়, পড়তে হয় মনীষীদের জীবনী। এতে বুদ্ধি খোলে, নৈতিকতার ভিতও দৃঢ় হয়।' বইয়ের এক জায়গায় ছিল- 'বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ ও উপাচার্যগণের নাম'।