এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হচ্ছেন সুইডিশ নাগরিক মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ এবং কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক জেমস পেবলস। মহাবিশ্বের বিবর্তন ও এতে পৃথিবীর অবস্থান নিয়ে গবেষণা এবং দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের জন্য তাদেরকে যৌথভাবে এই নোবেল দেয়া হয়েছে। পুরস্কারবাবদ ৯ মিলিয়ন ক্রোনা বা ৯ লাখ ১৮ হাজার ডলার পাবেন এই তিন বিজ্ঞানী। ১৯০১ সালেই পদার্থবিজ্ঞানে নোবেল চালু হয়। মঙ্গলবার ১১৩তম বারের মতো পদার্থবিজ্ঞানে নোবেল প্রদান করা হয়। এরমধ্যে একক ব্যক্তি হিসেবে নোবেল জয়ী হয়েছেন ৪৭ বার। এখন পর্যন্ত মাত্র তিনজন নারী পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। ১৯০৩ সালে ম্যারি কুরি, ১৯৬৩ সালে গোপার্ট-মায়ের ও ২০১৮ সালে ডনা স্ট্রিকল্যান্ড নোবেল পান। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার ঘোষণা করা হবে রসায়নে নোবেলজয়ীদের নাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.