ইরাকে অস্থায়ী 'হালাল' বিয়ে কেলেঙ্কারি
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৯, ০৭:৩৩
বিবিসির এক গোপন তদন্তে দেখা গেছে অর্থের জন্য ইরাকের কিছু শিয়া ধর্মীয় নেতা একবারে অল্প বয়সী মেয়েদের যৌন নিপীড়নের সাথে যুক্ত রয়েছেন।
বিবিসির আরবী বিভাগের ঐ তদন্তে শিয়া নেতারা মুতাহ্বিবাহ করাতে প্রস্তুত বলে প্রমাণ পাওয়া গেছে। এই বিবাহে অর্থের বিনিময়ে স্বল্প সময়ে জন্য যৌন সঙ্গমের ব্যবস্থা রয়েছে। শিয়া ধর্মমতে কখনও কখনও এই প্রথাকে অনুমোদন দেয়া হলেও ইরাক জুড়ে তা নিষিদ্ধ।
- ট্যাগ:
- ভিডিও
- বিয়ে
- হালাল
- কেলেঙ্কারি