কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেত্রকোনায় সংস্কার কাজ শেষ না হতেই ছাড়পত্র

মানবজমিন প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৯, ০০:০০

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন ভূমি অফিসের সংস্কার কাজ না করেই ছাড়পত্র দিলেন সহকারী কমিশনার (ভূমি)। ইউনিয়নগুলো হচ্ছে- মোহনগঞ্জ সদর, বিরামপুর বড়খাসিয়া ও গাগলাজুর ভূমি অফিস।  জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে জেলার মোহনগঞ্জ সদর, বিরামপুর বড়খাশিয়া ও গাগলাজুর ইউনিয়ন ভূমি অফিস সংস্কারের জন্য একটি প্যাকেজে ৪ লাখ ৮৫ হাজার ৩২৯ টাকা বরাদ্দ দেয়া হয়। এ ব্যাপারে গত ৩রা জুন কার্যাদেশ প্রদান করে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়। অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না করেই বিল দাখিল করেন এবং সহকারী কমিশনার ভূমি নাজনিন সুলতানা কাজ বুঝে পেলেন মর্মে ছাড়পত্র দেন। অর্থবছর শেষের দিকে কাজ শুরু না করেই ঠিকাদার টাকা উঠিয়ে নেন। পরে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ঠিকাদারের কাছ থেকে টাকা নিজ দায়িত্বে রেখে ছাড়পত্র দেন। মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আবদুল হামিদ ও বিরামপুর বড়খাসিয়া ইউনিয়ন পরিষদের নায়েব গোলাম এরশাদুর রহমান ওরফে মিষ্টি মিয়া উভয়েই বলেন, অর্থবছর শেষ হয়ে যাওয়ার কারণে স্যার (এসিল্যান্ড) উঠিয়ে নিজের কাছে রেখে দেন। কাজ চলমান অবস্থায় আছে। স্যার নিজেই তিনটি ইউনিয়ন ভূমি অফিসের কাজের তদারকি করছেন। অফিসগুলোতে বৈদ্যুতিক, বাথরুমের টাইলস্‌ ও দরজা জানালা মেরামতের কাজ চলছে। মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনিন সুলতানা বলেন, কাজে কোনো জটিলতা নেই। জুন ক্লোজিংয়ের সময় কম থাকায় বরাদ্দের টাকা উঠিয়ে রাখা হয়েছিল। এরই মধ্যে কিছু কাজ হয়েছে। বাকি কাজ চলমান অবস্থায় আছে। নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে বলতে পারব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও