ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্রামীণ জনপদের অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্বর্গীয় ব্রহ্মময় ও মায়া সরকার স্মৃতি সংঘের উদ্যোগে ৩২তম বিনামূল্যে চক্ষুশিবির গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের করা হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত চোখের নানা সমস্যা নিয়ে আসা প্রায় ৫০০ রোগীকে চিকিসা সেবা দেন। অনুষ্ঠানের অর্থায়নে ছিলেন ডাচ বাংলা লিমিটেড। গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এবং দৃষ্টি উন্নয়ন সংস্থা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ হোসেন, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দ লাল সিং, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সহসভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন, দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বাবু মানবেন্দ্র দত্ত প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.