কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ঢাকার ধামরাই উপজেলার বাইচাল গ্রামে পাশাপাশি দুটি মসজিদে নামাজ পড়া নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। বিরোধের জেরে সোমবার মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিত হামলার পর বুধবার রাতে একপক্ষের পুকুরে বিষপ্রয়োগ করে পাঁচলাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গতকালও পাল্টাপাল্টি অভিযোগ তুলে দু’পক্ষের মধ্যে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জানা গেছে, ধামরাইয়ের বাইচাল গ্রামে পাশাপাশি দুটি মসজিদ নির্মাণের পর নামাজ পড়া নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার একপক্ষের তোতা মিয়া এবং অপরপক্ষের খোরশেদ ও  ফরহাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর তোতা মিয়াসহ তার পক্ষের লোকজন মাগরিবের নামাজ আদায়ের সময় খোরশেদ আলমের পক্ষের লোকজন মসজিদে অতর্কিত হামলা চালায়। এতে প্রায় ১৫ জন মুসল্লি আহত হন। এ ঘটনায় তোতা মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ৩০-৩৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। এরপরই গ্রেপ্তার খোরশেদ আলমের ইজারা নেয়া পুকুরে বুধবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে পুকুরের প্রায় পাঁচলাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। তোতা মিয়া বলেন, তিনমাস আগেও খোরশেদ আলমের লোকজন তাদের মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এরপর সোমবার মসজিদে হামলার পর এবার পুকুরে তারা নিজেরাই বিষ প্রয়োগ করে মাছ মেরে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও