চলচ্চিত্র ও নাটকের বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ দশ মাস পর অস্ট্রেলিয়া থেকে গত ১৭ই সেপ্টেম্বর দেশে ফিরেছেন। অস্ট্রেলিয়ায় তিনি ছেলে রিয়াসাত, তার স্ত্রী ও তাদের একমাত্র সন্তান কন্যা রইসা আজিমের সঙ্গে সময় কাটিয়েছেন। দীর্ঘ দশ মাস দেশে না থাকায় নানা ধরনের কাজ আটকে ছিল ডলি জহুরের। ফিরেই সেসব কাজ শেষ করছেন তিনি। তবে এ অভিনেত্রীর দেশে ফেরার খবরটি এখনো নির্মাতা বা সহশিল্পীরা তেমন কেউ জানেন না। যারা জানেন তারা তার সঙ্গে যোগাযোগ করছেন তাকে নিয়ে নাটকে কাজ করার জন্য। এদিকে দেশে ফিরেই খুব মন খারাপ ডলি জহুরের। কারণ দেশে ফিরেই তিনি জানতে পেরেছেন প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত। এক সময় ডলি জহুরের স্বামী ও এন্ড্রু কিশোর ব্যবসায়িক পার্টনার ছিলেন। তারচেয়েও বড় কথা হচ্ছে এন্ড্রু কিশোর বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অহংকার। ডলি জহুর বলেন, একজন মানুষ হিসেবে এন্ড্রু কিশোর খুব ভালো মনের একজন মানুষ। খুব কাছে থেকে তাকে দেখার সুযোগ হয়েছে আমার। কারণ আমার স্বামীর ব্যবসায়িক পার্টনার ছিলেন তিনি। এমন একজন মানুষের এতো বড় একটি রোগের কথা শুনে ভীষণ মন খারাপ হয়ে গেছে। দোয়া করি আল্লাহ্ যেন তাকে দ্রুত সুস্থ করে তোলেন। সবাই তার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত বছরের ১৯শে নভেম্বর অস্ট্রেলিয়া যান ডলি জহুর। ১৯শে ডিসেম্বর তিনি দাদী হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.