দ্বিশতবর্ষে বিদ্যাসাগর
উনবিংশ শতকের আধুনিক প্রাণপুরুষ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সমাজের সর্বক্ষেত্রে নতুন সময়ের আবেদনে যে লড়াইয়ে অবতীর্ণ হন, সেখানে তিনি সমকালীন অঙ্গনের এক অসীম সাহসী যোদ্ধা। কট্টর ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও রক্ষণশীল সমাজের যাবতীয় অভিশাপকে যে মাত্রায় আঘাত করেন শান্ত আর সুদৃঢ় শক্তিতে, সেখানে আজও তিনি অপরাজেয় এক বলিষ্ঠ অগ্রনায়ক।
- ট্যাগ:
- মতামত
- সাহসী ব্যক্তি