৬ কিমি তীররক্ষার সম্ভাব্যতা যাচাইয়ে ২০ কোটি টাকা আবদার!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪০
ঢাকা: আড়িয়াল খাঁ নদের ৬ দশমিক ৩০ কিলোমিটার খনন ও তীর সংরক্ষণের জন্য ৩৬০ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব করেছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। এর মধ্যে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) বাবদই তারা আবদার করেছিল ২০ কোটি টাকা। এমনকি ভ্রমণ বাবদ আবদার করেছিল এক কোটি টাকা, কোন দেশে কী কারণে কত জন ভ্রমণে যাবে তা উল্লেখ না করেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ হয়েছে পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায়। ওই সভায় সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বরাদ্দের প্রস্তাবই ছেঁটে ফেলা হয়েছে। যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে ভ্রমণ বাবদ বরাদ্দের প্রস্তাবেরও।