ঘটকের লালসার শিকার প্রতিবন্ধী কিশোরী
শাহরাস্তিতে এক ঘটকের লালসার শিকার হয়েছে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৩)। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষককে পুলিশ আটক করে চাঁদপুর জেলহাজতে পাঠিয়েছে। নির্যাতিতা কিশোরীর চাঁদপুর সরকারি হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে তার মায়ের জিম্মায় দেয়া হয়েছে। নির্যাতিতা কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ১৩ বছর পূর্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ‘ঈশানবালা’ গ্রামের জনৈক মৃত হাসেম মৃধার মৃত্যুতে তার পরিবারটি অসহায় হয়ে পড়ে। কিছুদিন যেতেই নদীগর্ভে তাদের মাথা গোজার একমাত্র স্থানটুকু বিলীন হয়ে যায়। চরম দুঃখ দুর্দশার মধ্যে দু’টো মেয়েকে পাত্রস্থ করে সাত মাসের এক কন্যা নিয়ে মৃত হাসেম মৃধার স্ত্রী জীবিকার খোঁজে আশ্রয় নেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউপির দহশ্রী গ্রামে। সেখানে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন পরিবারটির গৃহকর্ত্রী। এরই মধ্যে কোলের সন্তানটি (১৩) স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়া লেখা করছিল। রোববার সকালে কিশোরী শাহরাস্তি বাজারে একটি দাঁতের মাজন আনতে যায়। একই ইউপির নয়নপুর ব্যাপারী বাড়ির মৃত মনু মিয়ার (ঘটক) পুত্র মোশারফ হোসেন মোল্লা (৪৮) তাকে ফুঁসলিয়ে চকলেট ও চিপস্ের লোভ দেখিয়ে বাজারের এক বিল্ডিংয়ের ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে মোশারফ ১শ’ টাকা দিয়ে তাকে বাড়ি চলে যেতে বলে। শিশুটি বাড়ি ফিরে তার মাকে সবকিছু খুলে বলে। শিশুটির মা স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি জানিয়ে স্বজনদের সহযোগিতায় শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নং-২২। এসআই সৈকত দাশগুপ্ত সঙ্গীয় ফোসসর্হ অভিযুক্ত বিয়ের ঘটক ও (রিকশাচালক) মোশারফকে আটক করে। এ বিষয়ে শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম জানান, বিষয়টি দুঃখজনক। আমরা অভিযুক্তকে কোর্টে প্রেরণ করেছি, আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতিবন্ধী কিশোরী
- চাঁদপুর