একাধিক পরিচালকের ‘গিভ এন্ড টেক’এর প্রস্তাব নায়িকাকে
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নাম সুরভিন চাওলা। বলিউডের ছবিতেও অভিনয় করেছেন। প্রথম ছবিতে ব্যাপক খোলামেলা ও যৌন দৃশ্যে অভিনয় করে আলোচিতও কম হননি তিনি। এখন বেশ বেছে বেছে কাজ করছেন। কিন্তু তার পথটা মোটেই খুব একটা সহজ ছিল না। শুরুর দিকের অনাকাঙ্খিত কিছু বিষয় নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। সে সময় প্রচুর কথা শুনতে হয়েছিলো সুরভিনকে। শুধু তিনি মোটা, একটু বেশি শরীর দেখান এটুকুতেই থেমে থাকেনি সমালোচকেরা। কাস্টিং কাউচের মুখে একাধিকবার পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুরভিন জানিয়েছেন, যখন তিনি অভিনয় শুরু করেন সেই সময় তার ওজন ছিলো ৫৬। পরিচালকরা সুরভিনকে ডাকতেন তার ক্লিভেজ এবং উন্মুক্ত পা দেখার জন্য। এরপর তারা বলতেন, তোমার ওজন বেশি। ফলে তোমায় নেওয়া যাবে না। শুধু বলিউডেই নয়। তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে দক্ষিণেও। একটি দক্ষিণি সিনেমার অডিশনে গিয়ে তাকে এক পরিচালক বলেছিলেন, তোমার দেহের প্রতি ইঞ্চি মেপে দেখতে চাই। এমনকি একাধিক পরিচালকের কাছ থেকে গিভ এন্ড টেকের প্রস্তাবও পেয়েছেন এ নায়িকা। সম্প্রতি একটি সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন সুরভিন। তাকে বহিরাগত তকমাও দেওয়া হয়েছিল। জনপ্রিয় হিন্দি সিরিয়ালে কাজ করার সময় তাকে বলা হত তিনি উড়ে এসে জুড়ে বসেছেন। ক্যারিয়ারের প্রথম দিকে এসব শুনে তিনি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতেন। কিন্তু পরবর্তীতে ভাবলেন কেনই বা এসব তিনি করছেন। এরপরই তার প্রতিবাদ শুরু। বদলান নিজের মানসিকতা। বেশ কিছু ভালও কাজেরও প্রস্তাবও পান এরপর। সুরভিন এখন এক কন্যা সন্তানের জননী। মেয়ের সঙ্গে সেসব মুহূর্তের ছবি প্রায়শই শেয়ার করেন সোস্যাল মিডিয়ায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.