কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২ লাখ ইয়াবাসহ ৮ মিয়ানমার নাগরিক আটক

মানবজমিন প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২লাখ পিস ইয়াবা ও ইঞ্জিন বোটসহ ৮ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে। গতকাল কোস্টগার্ডের একটি বিশেষ টহল দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। সেন্টমার্টিন হতে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে একটি সন্দেহভাজন বোট দেখতে পেয়ে থামানোর ইশারা করে। পরে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলা শহরের বাসিন্দা সিকদার আলীর পুত্র মো. দলিয়া প্রকাশ ধইল্যা (২০), নুর মোহাম্মদের পুত্র মো. রবি আলম (১৯), আব্দুল হাফেজের পুত্র মো. আলম (২৫), মো. করিমের পুত্র মো. শফিকুল (২৮), মৃত মনু মিয়ার পুত্র মো. নূর (২৫), মৃত নুরুল হাকিমের পুত্র মো. নূরে আলম (৪০), মৃত লাল মিয়ার পুত্র আলী আহমদ (২০), মৃত আবু সুফিয়ানের পুত্র মো. নুরুল আমীন (২৫) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ২০শে সেপ্টেম্বর গতকাল শুক্রবার দুপুরে জব্দকৃত ইয়াবা, ইঞ্জিন বোট ও গ্রেপ্তারকৃতদের  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ইয়াবা চোরাচালান আগের চেয়ে কমে আসলেও হঠাৎ এই ধরনের বড় মাদকের চালান আটক হওয়ায় মাদক কারবারিদের অপতৎপরতা নিয়ে জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও