কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিরাজগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সিরাজগঞ্জে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে অফিসে ডেকে এনে পুলিশে সোপর্দ করেছেন সিভিল সার্জন। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মাসুদ ইকবাল গাজীপুরের রাজেন্দ্রপুরের ইজ্জত আলীর ছেলে। সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, বেলকুচি উপজেলার শেরনগরে ইউনাইটেড হাসপাতালে একজন ভুয়া এমবিবিএস ডাক্তার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিচ্ছেন এমন একটি সংবাদের অনুসন্ধানে নামে সিভিল সার্জন অফিসের একটি টিম। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার সকালে ভুয়া ডাক্তার মাসুদ ইকবালকে অফিসে ডেকে আনা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তথ্যের নানা গরমিল পাওয়ায় এবং তার সরবরাহকৃত এমবিবিএস সার্টিফিকেটের ফটোকপিটি জাল বলে প্রমাণিত হয়। এছাড়াও তার নিবন্ধন নম্বরটিও ওয়েব সাইটের কোথাও পাওয়া যায়নি। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও