![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/18/643b284db8f9bf8a64c49e783c9c256a-5d82572b9395d.jpg?jadewits_media_id=1471078)
২৪ দিন পর পরিবার জানল ইতালিগামী শাহিন মারা গেছেন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৭
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামের বাসিন্দা শাহিন আহমদ (২৬)। গত ২৩ আগস্ট দালালদের মাধ্যমে গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানা গেছে। ঘটনার ২৪ দিন পর শাহিনের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। সঙ্গে এও খবর আসে মেসেডোনিয়ায় জহিরের দাফন সম্পন্ন করেছে একটি সংস্থা। গত সোমবার মেসেডোনিয়া থেকে শাহিনের পরিবারকে এই মৃত্যুর খবর জানিয়েছেন একই গ্রামের জহির উদ্দিন। জহিরও ওই...
- ট্যাগ:
- বাংলাদেশ
- দালাল
- মৃত
- বিদেশে চাকরি
- সিলেট জেলা