বাঁ থেকে মিনার রহমান এবং মাহাদী ফয়সাল। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো মিনারের সুরে মাহাদীর গান
আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৪
(প্রিয়.কম) এই প্রথম সংগীতশিল্পী মিনার রহমানের সুরের ‘কেউ বোঝে তো কেউ বোঝে না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন মাহাদী ফয়সাল। ‘তুমি বরুনা হলে হবো আমি সুনীল’ এই জনপ্রিয় গানটিও গেয়েছিলেন সংগীতশিল্পী মাহাদী।
এবার নতুন গানটির বিষয়ে সংগীতশিল্পী মিনার রহমান গণমাধ্যমকে বলেন, ‘মাহাদীর কণ্ঠটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ। তার কণ্ঠের সঙ্গে মিল রেখেই সুরটি করেছি। আসিফ ইকবাল ভাইও চমৎকার লিখেছেন। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন।’
এদিকে মাহাদী ফয়সাল বলেন, ‘মিনারের গান আমার অনেক পছন্দের। তার সুরের মধ্যে একটা ভিন্নতা পাওয়া যায়। এই গানেও তিনি তা বজায় রাখার চেষ্টা করেছেন। অনেকদিন পর গানটি গাইতে গিয়ে আমারও খুব ভালো লেগেছে। আশা করি, শ্রোতারা গানটি ভালোভাবেই গ্রহণ করবে।’
আসিফ ইকবালের লেখা গানটির শুরুর কয়েকটি লাইন হলো-
‘কেন যে অবুঝ এই মন,
শোনে না বারণ
মানে না কেন শাসন।
কেন যে এতটা ভালোবাসে মন,
বুঝি না কারণ,
মনে হয় শুধু অকারণ...
মিনারের সুরে মাহাদীর গান
শিহাব শাহীনের পরিচালনায় এনটিভির ‘বাস স্টপ’ নাটকেও গানটির ব্যবহার করা হয়েছে। নাটকটিতে ‘কেউ বোঝে তো কেউ বোঝে না’ গানের ভিডিওতে অভিনয় করেছেন অপূর্ব, মম এবং সাজু খাদেম। এ গানটির সংগীতায়োজন করেন ইফতেখারুল আনাম। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানের ভিডিও প্রকাশ করা হয়েছে।
প্রিয় বিনোদন/শান্ত