 
                    
                    
                        ছবি সংগৃহীত
বইয়ের চর্চা করতে হবে: প্রভাষ আমিন
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:২৬
প্রভাষ আমিন। ছবি:সংগৃহীত
(প্রিয়.কম) প্রভাষ আমিন। লেখালেখিতে সিদ্ধহস্ত। জার্নাল থেকে শুরু করে রাজনৈতিক ও ক্রীড়াসহ সমাজের নানামুখী বিষয়ের চুলচেরা বিশ্লেষণ ঝরে পড়ে তার কলম থেকে, সাদা পাতার ওপর। চিন্তাশীল এ লেখক এখন পর্যন্ত তার চিন্তা সমষ্টিকে মলাটবদ্ধ করেছেন নিজের লেখা মোট নয়টি বইয়ে। লেখালেখির মধ্যে আনন্দ খুঁজে নেওয়া এ কীর্তিমান লেখক বর্তমানে ‘এটিএন নিউজ’ এর হেড অব নিউজ পদে কর্তব্যরত আছেন। ভাষার মাস ফেব্রুয়ারির এক বিকেলে তার সঙ্গে কিছুক্ষণ আড্ডা হলো প্রিয়.কমের। কথা হলো তার লেখক জীবনের নানান খুঁটিনাটি নিয়ে।
প্রিয়.কম: কেমন আছেন?
প্রভাষ আমিন: ভালো আছি।
প্রিয়.কম: আপনি তো দীর্ঘদিন যাবৎ লেখালেখির সঙ্গে জড়িত আছেন। এ পর্যন্ত আপনার মোট কয়টি বই বের হয়েছে?
প্রভাষ আমিন: এ পর্যন্ত আমার লেখা বইয়ের সংখ্যা মোট নয়টি। প্রথম বই বের করেছিলাম ২০১৩ সালে।
প্রিয়.কম: প্রথম বইয়ের নাম কী ছিল?
প্রভাষ আমিন: আমার লেখা প্রথম বইয়ের নাম ছিল- ‘স্বাধীনতা আমার ভালো লাগে না।’
প্রিয়.কম: এবারের বইমেলায় আপনার লেখা কোনো বই পাচ্ছে কী পাঠকেরা?
প্রভাষ আমিন: হ্যাঁ। এবারের বইমেলায় আমার দুটি বই এসেছে। একটির নাম ‘সুখী মানুষের জামা’, আরেকটি হচ্ছে- ‘তার আগে চাই গণতন্ত্র।’
প্রিয়.কম: বই দুটি কোন ধরনের? কোন প্রকাশনীতে পাওয়া যাবে? একটু বিস্তারিত বলবেন কী?
প্রভাষ আমিন: ‘তার আগে চাই গণতন্ত্র’ বইটি রাজনৈতিক বিষয়াদির উপর লেখা। এটি পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দি উদ্যানে, তাম্রলিপির স্টলে। আর ‘সুখী মানুষের জামা’ বইটি মূলত সমাজের নানামুখী চিন্তা-ভাবনা নিয়ে লিখেছি। এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, পাওয়া যাবে অন্যপ্রকাশের স্টলে।
প্রিয়.কম: বইমেলা কেমন লাগে আপনার কাছে কিংবা বইমেলার ঠিক কোন বিষয়টি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়?
প্রভাষ আমিন: বইমেলা তো অবশ্যই ভালো লাগে। ঢাকায় আসার পর একসময় মেলা চলাকালীন সময়ে প্রতিদিনই বইমেলায় যেতাম। এছাড়াও ঢাকায় তো সারা বছরই নানা ধরনের মেলা লেগেই থাকে। কিন্তু ওসব মেলা থেকে বইমেলা একটু ব্যতিক্রম। কেন না- এ মেলাতে বইয়ের টানে মানুষ ছুটে আসে। মানুষ বই কিনতে আসে, বই পড়ে- এটিই তো আনন্দের বিষয়। তাছাড়াও প্রকাশনা শিল্প টিকিয়ে রাখতে বইমেলার গুরুত্ব অনেক।
প্রিয়.কম: পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কী?
প্রভাষ আমিন: হ্যাঁ। আসলে এখনতো ভার্চুয়াল যুগ চলছে। এর ফলে পাঠকরা ই-বুকমুখী হয়ে পড়ছে। কিন্তু একটি বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টে বই পড়ার আনন্দ কিন্তু ই-বুকে পাওয়া যাবে না। আমরা ছোটবেলায় বই হাতে নিয়ে বই পড়তাম, সেটার আনন্দই ছিল ভিন্ন রকম। সেই আনন্দ ই-বুক দিতে পারবে না। তাই পাঠকেরা বই কিনবে, সন্তানদের হাতে বই তুলে দেবে এটিই কাম্য। মোট কথা বইয়ের চর্চা করতে হবে, সন্তানের হাতে পাঠকেরা ভালো বই তুলে দেবেন- এ অনুরোধই থাকবে।
প্রিয়.কম: অনেক ধন্যবাদ আপনাকে।
প্রভাষ আমিন: আপনাকেও অনেক ধন্যবাদ।
সম্পাদনা: ফারজানা রিংকী
 
                                
                             
                    
                 
                    
                 
                    
                 
                    
                