প্রতীকী ছবিটি সংগৃহীত।

বন্ধু ও বন্ধুত্ব নিয়ে কিছু বাংলা গান

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৭, ২০:৪৬
আপডেট: ০৫ আগস্ট ২০১৭, ২০:৪৬

(প্রিয়.কম) বন্ধুত্বের মানে কী? হতে পারে যে সম্পর্কের কোনো মানে থাকে না সেটাই বন্ধুত্ব। অর্থ কিংবা অনর্থ- উভয়ই যেই সম্পর্কের মধ্যে সমান অধিকার রাখে সেটাই সম্ভবত বন্ধুত্ব। কী অদ্ভুত! সবচেয়ে মজবুত সম্পর্কগুলোর নির্দিষ্ট কোনো সংজ্ঞা খুঁজে পাওয়া যায় না। বন্ধুত্বও ঠিক তেমনি। বহুমাত্রিক রূপের এই সম্পর্ককে সংজ্ঞায়িত করতে গেলেই কেমন যেন সব কিছু সংজ্ঞাহীন হয়ে পড়ে। বিষয়টাই এমন। বিষেও তুমি, মধুতেও তুমি- এটাই হচ্ছে বন্ধুত্ব কিংবা ‘বান্ধবীত্ব’। বান্ধবীত্ব বলতে বাংলা অভিধানে কিছু রয়েছে কি? না থাকলেই বা কী! শব্দের মধ্যে কি আর বন্ধুত্বকে পুরোপুরি ব্যক্ত করা যায়? না, যায় না। তবে ব্যক্ত করার চেষ্টা করা যায়। সেটা কবিতা গল্পে, উপন্যাসে কিংবা গানে আমরা দেখতে পাই। আসুন শুনে নিই বন্ধু ও বন্ধুত্ব নিয়ে কিছু গান।

ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার। গানটি গেয়েছেন আগুন ও রুনা লায়লা।

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে। গানটি গেয়েছেন কাজী কৃষ্ণকলি ইসলাম।

পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক। ব্যান্ড শিল্পী তপু।

তুমি কি আজ বন্ধু যাবে আমার সঙ্গে। নকীব খান।

রংধনু ভালো লাগে। নিশীতা বড়ুয়া।

বন্ধু তোকে মিস করছি। পার্থ বড়ুয়া।

বন্ধু। চিরকুট ব্যান্ড।

একটাই কথা আছে বাংলাতে।

গানগুলো ইউটিউব থেকে সংগৃহীত।

প্রিয় বিনোদন/গোরা