
সোলাইমান সুখন। ফেসবুক থেকে সংগৃহীত ছবি
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কথা বলার আমন্ত্রণ পেলেন সোলাইমান সুখন
আপডেট: ২৩ মে ২০১৮, ২২:২৩
(প্রিয়.কম) বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কথা বলার আমন্ত্রণ পেলেন সোলাইমান সুখন। তিনি বাংলাদেশের সামাজিক মাধ্যম, করপোরেট ও কমেডি জগতে পরিচিত নাম। আগামী ১০ আগষ্ট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সামনে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।
২২ মে মঙ্গলবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এ অমন্ত্রণপত্রটি লিখে এবং এর একদিন পর ২৩ মে বুধবার সোলাইমান সুখন সেটি তার ফেসবুকে শেয়ার করেন। তার পোস্টের নিচে অনেকেই তাকে অভিনন্দন জানান।
চিঠিতে প্রেরকের নাম ও তার পদবী গোপনীয়তার স্বার্থে প্রকাশ করেননি সোলাইমন সুখন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্র
কেমব্রিজের চিঠিতে সোলাইমান সুখনের বহুমাত্রিক একাডেমিক ও প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এবং বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি তার উদ্যমের কথা উল্লেখ করে আগামী ১০ আগষ্ট কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এন্ড ইনসপিরেশন’ এর ওপর ৩০ মিনিটের বক্তব্য দেওয়ার আহবান জানানো হয়।
সুখনের দক্ষতা ও জ্ঞান শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলেও চিঠিতে উল্লখ করা হয়।
প্রিয় সংবাদ/মিজান