
বিতর্কে ভরপুর যার জীবন, তিনি সালমান খান। ছবি: সংগৃহীত
সালমানের প্রেম, বিয়ে, মামলা ও কারাবাস
আপডেট: ০৭ এপ্রিল ২০১৮, ০৯:৪৪
(প্রিয়.কম) ‘কবে বিয়ে করবেন?’- এমন প্রশ্ন প্রায় প্রতিটি সাক্ষাৎকারে করা হয় বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান খানকে। বুদ্ধিমত্তার সঙ্গে সবকটি সাক্ষাৎকারে বিয়ের ব্যাপারটি সবসময় এড়িয়ে গিয়েছেন তিনি। তবে তার জীবনে নারীসঙ্গ নেই, এ কথা ভুল। একের পর এক নারীর সঙ্গে প্রেমের গুঞ্জনের জন্য সারাবছর আলোচনায় থাকেন তিনি। প্রায় প্রতিটি সম্পর্ক এতোই গভীর, ভক্তরা জল্পনা শুরু করে দেন তাদের বিয়ের।
গত কয়েকবছর ধরে সালমানের জীবনে রয়েছেন রোমানিয়ান সুন্দরী মডেল ও অভিনেত্রী লুলিয়া ভান্তুর। প্রায় প্রতিটি অনুষ্ঠানে, ঘরোয়া আড্ডা কিংবা শুটিং সেট- সব জায়গায় সালমানের সঙ্গে হাজির থাকেন তিনি। তবে গতবছর ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার সুবাদে সালমানের কাছাকাছি আসেন তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

বলিউডে যার হাত ধরে ক্যারিয়ার শুরু করেছেন ক্যাটরিনা, তিনি সালমান খান। কয়েকবছর চুটিয়ে প্রেম করা ও একসঙ্গে অভিনয় করার পর হুট করে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের কারণ হিসেবে ফ্রেমে আবির্ভাব ঘটে রণবীর কাপুরের। প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর সেই প্রেমেও ফাটল ধরে। ক্যাটরিনা ফিরে আসেন সালমানের বাহুডোরে। একসঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’তে অভিনয় করে আবারও জনপ্রিয়তা কুড়িয়ে নেন এই জুটি।
তবে ক্যাটরিনা হোক কিংবা লুলিয়া, এরমধ্যে কাউকে বিয়ে করবেন সালমান- এমন ধারণা ভুল। কারণ জানিয়েছেন সালমান নিজেই। ইন্ডিয়া টিভির জনপ্রিয় শো ‘আপ কি আদালত’-এ সাংবাদিক রজত শর্মার প্রশ্নের জবাবে এমনই ইঙ্গিত দিয়েছেন সালমান। তাকে ফের প্রশ্ন করা হয়, ৫২ বছরে পা দেবার পরেও কেন বিয়ে করছেন না তিনি? জবাবে সালমান জানান, একাধিক মামলায় জড়ানোর কারণে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিতে ভয় পান তিনি।
‘আপ কি আদালত’ অনুষ্ঠানের সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, মুম্বাইয়ের ‘হিট অ্যান্ড রান’ কেস, যোধপুরে কৃষ্ণসার হত্যা মামলা এবং অবৈধ অস্ত্র রাখার মামলার কারণে তিনি বিয়ে করতে পারছেন না। তিনি আশাবাদী ছিলেন মামলা জেতার বিষয়ে। কিন্তু যদি তার সাজা হয়, তখন তার স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ কী হবে- এই ভেবেই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন সালমান।

যে ভয় ছিল, বাস্তবে সেটিই ঘটলো। বর্তমানে সালমানের জীবনে ক্যাটরিনা ও লুলিয়া দুজন থাকলেও, বিয়ে তিনি করতে পারছেন না। কারণ কৃষ্ণসার হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। এবার একটু অতীতে ফিরে যাওয়া যাক। একনজরে দেখে নেওয়া যাক সালমানের জীবনে আসা নারীদের সম্পর্কে।
সালমান ১৯৮০ সালে নাম লেখান বলিউডে। আর প্রেমের অভিষেকটাও হয় সে বছরই। সংগীতা বিজলানি ছিলেন তৎকালীন মিস ইন্ডিয়া বিজয়ী। সালমানও জয় করে নিলেন সেই সুন্দরীর মন। দুজনার প্রেম শুরু। সংগীতার সঙ্গে তার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। এমনকি বিয়ের কার্ডও ছাপানো হয়েছিল। কিন্তু আরেক নারীর সঙ্গে সালমানের প্রেমের খবর জানার পর তাকে ছেড়ে চলে যান সংগীতা। সালমানকে ছেড়ে সংগীতা বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে।
এই প্রসঙ্গে সালমান বলেন, ‘একটা সময়ে সত্যিই বিয়ে করে সংসারী হতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। বিয়ের সব প্রস্তুতি নেওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে আমার জীবনে।’ আপ কি আদালত অনুষ্ঠানেও একই ঘটনার বর্ণনা দেন সালমান। তবে সেই বিয়েটি ভেঙে যাওয়ায় তিনি বেঁচে গিয়েছেন, এমন মন্তব্যও করেন তিনি।

এরপর সালমানের জীবনে আরও নারীর সমাগম হয়েছে। সংগীতার পর সালমানের জীবনে আসেন সোমি আলি। সোমির সঙ্গে সালমানের প্রেম অনেকদিন টিকলেও, স্থায়ী হয়নি। সালমানের তৃতীয় প্রেমিকা হিসেবে নাম লেখান বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন সালমান-ঐশ্বরিয়া। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমায় অভিনয় করতে গিয়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন সালমান।
সেই সম্পর্ক যে টেকেনি, সেটিও সবাই জানেন। সালমানের বদঅভ্যাস ও একগুঁয়েমি সহ্য করতে পারেননি ঐশ্বরিয়া। সালমানের প্রেম থেকে নিজেকে গুটিয়ে নেন। ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টানতে না টানতেই ক্যাটরিনা কাইফের সঙ্গে আবারও সম্পর্কে জড়িয়ে পড়েন সালমান খান। রণবীরের প্রতি ক্যাটরিনা আকৃষ্ট হতেই তার জীবনে আসেন লুলিয়া।
এদিকে যেহেতু পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করার জন্য যোধপুরের জেলে দুইদিন কাটিয়ে দিয়েছেন সালমান, তাতে করে অভিনেতার প্রেমকাহিনি বিয়ে পর্যন্ত গড়াবে- এমন আশা দেখা যাচ্ছে না আপাতত। যদি আদালত তাকে জামিন দেয়ও, তারপরেও সালমানের জীবনে মেঘের কালো ছায়া অব্যাহত থাকবে। সব দেখে মনে হচ্ছে, হয়তো আজীবন ব্যাচেলর হয়েই থাকবেন সালমান খান।
প্রিয় বিনোদন/গোরা