
ছবি: সংগৃহীত
এবার সাংবাদিকের সঙ্গে প্রেম করছেন পরীমনি
আপডেট: ১৩ জুলাই ২০১৭, ১২:২৯
(প্রিয়.কম) দীর্ঘদিনের গুঞ্জন ছিল-ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি প্রেম করছেন বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে। তবে এর সত্যতাও কোনভাবেই মিলছিল না। আর তারা দুজনও মুখে কুলুপ এটেছিলেন।
তবে অবশেষে এ গুঞ্জন সত্যি হলো। তামিম হাসান তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৩ জুলাই দিবাগত রাতে তার রিলেশনশিপ স্ট্যাটাসে জানান তার পরীমনির সঙ্গে প্রেমের কথা।
২০১৬ সালের নভেম্বর মাসে চাঁদপুরে গিয়াসউদ্দীন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমার শুটিংয়ের সময় আংটিবদলের একটি ছবি ফেসবুকেও আপলোড করেছিলেন পরী। তার ফেসবুক ঘেটে ‘তাম্মু’ নামের কারও উদ্দেশ্যে তার আবেগী স্ট্যাটাস দেখা যায়। নতুন বয়ফ্রেন্ডকে পরীমনি এ নামেই ডাকেন।
তবে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যটাস দেওয়ার পর থেকেই দুজনই আর কোন আপডেট জানাননি। আর তামিম এর নাম্বারে ফোন দেওয়া হলে তার ব্যক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রে পরীমনিকে আখ্যায়িত করা হয় গ্ল্যামার গার্ল হিসেবে। বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এসব এর মধ্যেই এলো এ খবর। অন্যদিকে তামিম হাসান দৈনিক নয়াদিগন্তে বিনোদন সাংবাদিকতার পাশাপাশি এফএম রেডিও ‘রেডিও আমার’ এর অনুষ্ঠান লাভগুরুর উপস্থাপনা করে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন।
২০১৩ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘সীমাহীন ভালোবাসা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পরীমনির। বর্তমানে ‘স্বপ্নজাল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশকিছু ছবিতে অভিনয় করছেন তিনি।
বলে রাখা ভালো, এর আগেও পরীমনিকে নিয়ে বেশ কিছু প্রেম এবং বিয়ের খবর প্রকাশ হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে। গত বছর তার বিয়ের কাবিননামাসহ বিয়ের ছবি প্রকাশ করেছিলেন তার কথিত এক সাবেক স্বামী, একজন সাংসদের সঙ্গেও পরীর প্রেমেরে গুঞ্জন রয়েছে মিডিয়া পাড়ায়, অন্যদিকে তামিম হাসানও পিছিয়ে নেই প্রেমের দিক থেকে। একজন টিভি অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন তার প্রেমছিল। বর্তমানে ঐ অভিনেত্রী দেশের বাইরে অবস্থান করছেন।
প্রিয় বিনোদন/গোরা