
ছবি সংগৃহীত
প্রিয় জানা-অজানা: কর্ণফুলী নদীর নামের উপকথা
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৫
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৫
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৫
কর্ণফুলী নদী। ছবিঃ কালপুরুষ অপূ
(প্রিয়.কম): কর্ণফুলীকে আমরা কে না চিনি? স্রোতস্বিনী এই নদীকে নিয়ে আছে কত গল্প, কবিতা। কর্ণফুলীর তীরের মানুষের জীবন নিয়ে আছে কত কাহিনী। আর কাপ্তাই তো কর্ণফুলীকে আরও ঘনিষ্ঠ করেছে আমাদের। অর্থনৈতিক দিক থেকেও নদীটি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে এই নদী নাম এমন কেন? সব নামের পেছনেই আছে গল্প। সে গল্প জনমানুষের গল্প, মুখে মুখে প্রচলিত লোককথা। আসুন জেনে নিই, কর্ণফুলী কেন কর্ণফুলী নাম পেল!
কর্ণফুলী নামের পেছনে আছে অপূর্ব একটি প্রেমময় গল্প। কথিত আছে যে, আরাকানের এক রাজকন্যা চট্টগ্রামের এক আদিবাসী রাজপুত্রের প্রেমে পড়েছিলেন। এক চাঁদনী রাতে এই নদীতে অভিসারে আসেন তারা। নদীর জলে ফুটে ওঠে চাঁদের অপরূপ প্রতিচ্ছবি। মুগ্ধ রাজকন্যা সেই প্রতিচ্ছবি দেখতে থাকে অবাক হয়ে। এক সময় তার কানে গোঁজা ফুলটি পড়ে যায় নদীর পানিতে। ক্ষরস্রোতা নদী ভাসিয়ে নেয় সেই ফুল। ফুলটি ফিরে পেতে আকুল রাজকন্যা ঝাপিয়ে পড়ে নদীতে। কিন্তু ভেসে যায় সে। তাকে বাঁচাতে রাজকুমারও ঝাপিয়ে পড়েন, কিন্তু তিনি ব্যর্থ হোন। রাজকন্যাকে হারানোর কষ্ট সইতে না পেরে নদীতে প্রাণ বিসর্জন দেন তিনি। এই করুণ কাহিনী থেকেই নদীটির নাম হয় কর্ণফুলী।
মধ্যযুগীয় পুঁথিতে নদীটিকে কাঁইচা খাল লিখা হয়েছে, মার্মা আদিবাসীদের কাছে নদীটির নাম কান্সা খিওং এবং মিজোরামে কর্ণফুলীর নাম খাওৎলাং তুইপুই।
প্রিয় ট্রাভেল/ ড. জিনিয়া রহমান
- ট্যাগ:
- ভ্রমণ
- কাপ্তাই লেক
- কর্ণফুলী
- কর্ণফুলী নদী
- লোককথা
১ ঘণ্টা, ৫০ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৪ মিনিট আগে
৩ ঘণ্টা, ১৯ মিনিট আগে
৩ ঘণ্টা, ২৭ মিনিট আগে