
ছবি সংগৃহীত
প্রিয় গন্তব্য: ফেনীর মুহুরী সেচ প্রকল্প
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৭, ১১:১৯
আপডেট: ৩০ এপ্রিল ২০১৭, ১১:১৯
আপডেট: ৩০ এপ্রিল ২০১৭, ১১:১৯
মুহুরী প্রজেক্ট এর আওতায় দেশের প্রথম বায়ু-বিদ্যুৎ প্রকল্প। ছবি: সোহরাব হোসাইন।
(প্রিয়.কম): মুহুরী প্রকল্প বা মুহুরী প্রজেক্ট হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। এছাড়াও দেশের প্রথম বায়ু-বিদ্যুৎ কেন্দ্রটি এখানে অবস্থিত। দেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসেবেও মুহুরী প্রকল্প পরিচিতি পেয়েছে। ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
কোথায়: মুহুরী প্রকল্প বা মুহুরী সেচ প্রকল্প বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত। ফেনী সদর হতে সোনাগাজী উপজেলা পর্যন্ত দূরত্ব ২০ কি.মি. এবং সোনাগাজী উপজেলা হতে এর দূরত্ব ২০কি.মি.। অর্থাৎ ফেনী সদর হতে মুহুরী প্রকল্পের দূরত্ব সর্বমোট ৪০কি.মি.। এর কিছু অংশ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্যেও পড়েছে।
কীভাবে: ঢাকা থেকে সরাসরি ফেনীর বাস ধরতে পারেন। ড্রিম-লাইন, স্টার-লাইন ইত্যাদি বাস পাবেন সায়দাবাদ থেকে। ভাড়া ২৭০ থেকে ৩০০। নামবেন মহীপালে। আবার চাইলে চট্টগ্রাম-গামী বাসেও উঠতে পারেন, মহীপাল পার হয়ে যাবার সময় নেমে যেতে পারেন। এছাড়া কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম-গামী যে কোন ট্রেনে আপনি যেতে পারেন। নেমে যাবেন ফেনী রেল স্টেশনে।
ফেনী থেকে মুহুরী প্রজেক্ট যাবার উপায় দুটি:
১) ফেনী লালপোল হতে বাস যোগে (মিল্লাত পরিবহন, ফারাবি ট্রান্সপোর্ট, জয় পরিবহন, প্রতিশ্রুতি পরিবহন ইত্যাদি) হয়ে সোনাগাজী উপজেলা সদর পর্যন্ত যাবেন। অত:পর সোনাগাজী উপজেলা সদর হতে বাস যোগে বাদামতলী পর্যন্ত যেতে হবে। তারপর বাদামতলী হতে রিক্সায় করে দর্শনীয় স্থানে পৌঁছা যায়।
২) ফেনী মহীপাল মোড় হতে সিএনজি অটোরিকশায় করেও দর্শনীয় স্থানে যাওয়া যায়।

এখানকার জলাশয়ে আছে হাজার হাজার পাখি। ছবি: মহিউদ্দীন শিকদার।
কী দেখবেন: মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে গত আড়াই দশকে গড়ে উঠেছে বিনোদন ও পিকনিক স্পট। শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকেই মানুষজন এখানে বেড়াতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরী রেগুলেটরের চারদিকে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, বনায়ন, মাছের অভয়ারণ্য, পাখির কলকাকলি, বাঁধের দুপাশে নীচে খেকে পাথর দিয়ে বাঁধানো এবং উপরদিকে দুর্বা ঘাসের পরিপাটি বিছানা। মুহুরী জলরাশিতে নৌ-ভ্রমণের সময় খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির হাঁস এবং প্রায় ৫০ জাতের হাজার হাজার পাখির দেখা পাওয়া যায়।
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
www.ajkerpatrika.com
| উত্তরা ইপিজেড, নীলফামারী
৫৮ মিনিট আগে
১ ঘণ্টা, ১ মিনিট আগে
১ ঘণ্টা, ৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৪ মিনিট আগে