নিহত আবু বকর সিদ্দিক। ছবি : সংগৃহীত

আবু বকর হত্যার রায় : অভিযোগ করলে কৌঁসুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আইনমন্ত্রী

আমিনুল ইসলাম মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৮, ২১:২৭
আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮, ২১:২৭

(প্রিয়.কম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে আট মাস আগে। অথচ চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায়ের খবরই জানে না আবু বকরের পরিবার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবী এবং সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রিয়.কম-কে বলেন, 'আবু বকর হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। এ মামলার রায় ঘোষণা হবে কিন্তু আবু বকরের পরিবারের কেউ জানবে না তা হতে পারে না। আবু বকরের পরিবার আমার কাছে অভিযোগ করলে নিশ্চয় আমি রাষ্ট্রপক্ষের কৌঁসুলির বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

রায় জানার অধিকার আবু বকরের পরিবারের আছে উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রিয়.কম-কে বলেন, 'হত্যা মামলার রায় হয় অথচ ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ জানে না। এটা হতে পারে না। এ মামলাটি আলোচিত হত্যা মামলা। দূরে থাকলেও রায় ঘোষণার বিষয়ে জানার অধিকার আবু বকরের পরিবারের আছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের গাফিলতি চরম আকারে রয়ে গেছে। রাষ্ট্রের উচিত এই আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।’

সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রিয়.কম-কে বলেন, 'রাষ্ট্রপক্ষের আইনজীবী মারাত্মক গাফিলতি করেছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। এ ঘটনায় রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলিকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। পিপির উচিত ছিল মামলার রায় ঘোষণার পর যথাসময়ের মধ্যে হাইকোর্টে আসামিদের বিরুদ্ধে আপিল করা। কিন্তু তিনি আপিল করেননি। সলিসিউটর অফিসকেও জানাননি। তা হতে পারে না। আবু বকর গরিব ঘরের সন্তান বলে কোনোভাবে রায় সম্পর্কে পরিবার জানবে না, এটা হতে পারে না ‘

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান প্রিয়.কম-কে বলেন, ‘রাষ্ট্রের পক্ষে নিয়োজিত আইনজীবীদের দায়িত্ব হলো আদালতে মামলায় শুনানি করা। আর্গুমেন্ট করা এবং রায় যেন রাষ্ট্রের পক্ষে আসে সে বিষয়ে কাজ করা। মামলার শুনানি ও রায় ঘোষণার তারিখের বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে জানানো নয়। এগুলো সংশ্লিষ্ট বিভাগের কাজ, আইনজীবীর কাজ নয়।'

উল্লেখ্য, ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবু বকর। সে সময়ের হল শাখার সভাপতি সাইদুজ্জামান ফারুক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মোল্লা গ্রুপের সংঘর্ষের সময় তিনি আহত  হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর দুই মাস পর অনার্স দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং তাতে প্রথম হয়েছিলেন আবু বকর। 

প্রিয় সংবাদ/নোমান/আজাদ চৌধুরী