সেরা কিছু আই ক্রিম। ছবি: সংগৃহীত

বাজারে সেরা ১০টি আই ক্রিম

নিগার আলম
লেখক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৭, ২০:০৬
আপডেট: ১৪ জুলাই ২০১৭, ২০:০৬

(প্রিয়.কম) বর্তমান সময়ে বেশ পরিচিত একটা নাম হলো আই ক্রিম। চোখের নিচের কালি, চোখের ফোলাভাব ইত্যাদি সমস্যা দূর করতে আই ক্রিমের জুড়ি নেই। অনেকের ধারণা ত্বকে ক্রিম ব্যবহার করাই যথেষ্ট, আবার চোখের জন্য আলাদা ক্রিম কেন? চোখের চারপাশের ত্বক মুখের ত্বকের থেকে পাতলা এবং স্পর্শকাতর হয়ে থাকে। তাই চোখের ত্বকের জন্য প্রয়োজন হয় বাড়তি যত্ন। আর আই ক্রিম তৈরি করা হয়েছে চোখের ত্বকের কথা চিন্তা করে। বাজার ঘুরলে নানান ব্র্যান্ডের আই ক্রিম কিনতে পাওয়া যায়। এত শত ক্রিমের মাঝে কোনটি কিনবেন বুঝতে পারছেন না? আজকের এই ফিচার এই কাজটি সহজ করে দেবে।

১। শাহনাজ হোসেন- শাস্মুথ আমন্ড আন্ডার আই ক্রিম (Shahnaz Husain – Shasmooth Almond Under Eye Cream)

শাহনাজ হোসেনের বিউটি পোডাক্টের সাথে কম বেশি সবাই পরিচিত। এটি চোখের নিচের কালো দাগ, ফোলাভাব দূর করে ত্বকের চামড়া টান টান করতে সাহায্য করে। ৪০ গ্রাম ওজনের ক্রিমটির দাম পড়তে পড়বে আনুমানিক ৭০০ টাকা।

২।  ল’রিয়াল প্যারিস ইয়ুথ কোড আন্ডার আই ক্রিম (L’oreal Paris Youth Code Under Eye Cream)

বিশ্বখ্যাত ব্রান্ড ল'রিয়াল প্যারিস ইয়ুথ কোড আন্ডার আই ক্রিম চোখের পাশের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বক ময়োশ্চারাইজ করে থাকে। তবে এটির দামটা একটু বেশি। দাম পড়তে পারে আনুমনিক ১১০০ টাকা।

৩। ফরেস্ট এসেনসিয়ালস লাইট হাইড্রেটিং হাইড্রা আই জেল (Forest Essentials Light Hydrating Hydra Eye Gel)

এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে।  অ্যালোভেরা,শসা, ভিটামিন ই দিয়ে তৈরি যা প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করে থাকে। এবং ত্বকে একটি ঠান্ডাভাব দিয়ে থাকে। দাম পড়বে প্রায় ৯০০ টাকা।

৪। নিউট্রোজিনা ফাইন ফেয়ারনেস আই ক্রিম (Neutrogena Fine Fairness Eye Cream)

প্রতিদিনের ব্যবহারের জন্য এই ক্রিমটি বেশ ভালো। এর নির্যাস চোখের নিচের কালি, ফোলাভাব দূর করে। এর পাশাপাশি চোখের চারপাশের কুঁচকে যাওয়া চামড়া সারিয়ে তোলে। এর আনুমানিক দাম পড়বে ৫০০ টাকা।

৫। লোটাস হারবালস নিউট্রাআই রিজুভেনেটিং অ্যান্ড কারেক্টিং আই জেল (Lotus Herbals Nutraeye Rejuvenating and Correcting Eye gel)

সবার ক্রয়ক্ষমতার মাঝে এই ক্রিমটি বেশ কার্যকরী। সয়া এবং হাইড্রলাইজ উইট দিয়ে তৈরি ক্রিমটি চোখের চারপাশের কালি দূর করার সাথে সাথে একটি উজ্জ্বলভাব দিয়ে থাকে। দাম পড়তে পারে প্রায় ৬০০ টাকা।

৬। এসটে লডার অ্যাডভ্যান্সড নাইট রিপ্যায়র আই কমপ্লেক্স ক্রিম(Estee Lauder advanced night repair Eye Synchronized Complex)

বয়স্ক ত্বকের জন্য এই আই ক্রিমটি বেশ কার্যকরী। এটি শুধু চোখের নিচে কালি, ফোলাভাব দূর করে থাকে না, চোখের চারপাশের বলিরেখাও দূর করে চোখের চামড়া ময়োশ্চারাইজ করে থাকে। ক্রিমটি অন্যান্য আই ক্রিম থেকে দাম অনেক বেশি। এটির দাম প্রায় ৫০০০ টাকা হতে পারে।  

৭। পন্ডস গোল্ড রেডিয়ান্স ইয়ুথ রিভাইভিং আই ক্রিম (Pond’s Gold Radiance Youth Reviving Eye Cream)

পন্ডসের আই ক্রিমটি পাতলা হয়ে থাকে। ফলে সহজে ত্বকের সাথে মিশে যায়। সাথে সাথে চোখের নিচের ত্বকের রং হালকা করে দিয়ে থাকে। দাম পড়বে প্রায় ৭০০ টাকা। 

৮। সোল ট্রি গ্রিন টি আন্ডার আই ক্রিম (Soul Tree Green Tea Under Eye Cream)

তুলসি, গ্রিন টি, অ্যালোভেরা জেল এবং পিউর অরগ্যানিক রোজ ওয়াটার দিয়ে তৈরি এই আই ক্রিমটি ত্বকে একটা শীতলভাব এনে দিবে। এছাড়া ত্বকের কালো দাগ, বলিরেখা দূর করতেও এটা বেশ কার্যকর।

৯। বায়োটিক বায়ো আমন্ড সুদিং এন্ড নারিশিং আই ক্রিম (Biotique Bio Almond Soothing and Nourishing Eye Cream)

কাঠবাদাম তেল, ভিটামিন এ, ভিটামিন ই চোখের ফোলাভাব এবং চোখের নিচের কালি দূর করে দেয়। বাদাম তেল চোখের চারপাশের বলিরেখা প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন ব্যবহারে এটি ত্বকের নমনীয়তা ধরে রাখতে সাহায্য করে।

১০। হিমালয়া হারবালস আন্ডার আই ক্রিম (Himalaya Herbals Under Eye Cream)

বেশ পরিচিত একটি ব্র্যান্ড হলো হিমালয়া। হিমালয়ার আই ক্রিমটি চোখের শুষ্কতা দূর করে থাকে যার কারণে চোখের নিচে কালি পড়া বন্ধ হয়। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ৪ সপ্তাহ এটি ব্যবহার করুন। এর দাম পড়বে প্রায় ২০০ টাকা।

সূত্র: স্টাইল ক্রেইজ এবং বিউটি গ্লিম্পস

সম্পাদনা: কে এন দেয়া