
ছবিটি প্রতীকী, ইন্টারনেট হতে সংগৃহীত।
প্রিয় টিপস: ২৫ জুন, ২০১৯
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৮:৩০
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৮:৩০
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৮:৩০
(প্রিয়.কম) টিপস বিভাগে প্রতিদিন আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা নিত্যদিনের খুঁটিনাটি কাজে সাহায্য করে চমৎকারভাবে। তারই ধারাবাহিকতায় আজ থাকছে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত আরও একটি টিপস।
গ্রেটারে ডিম ঝুরি করতে হয় অনেক কারণেই। কিন্তু লক্ষ্য করেছেন কি, গ্রেটারে ডিম ঝুরি করার সময় অনেকটা ডিম নষ্ট হয় গ্রেটারের গায়ে লেগে গিয়ে। আর এই ডিম ছাড়াতে গেলে ডিম ঝুরি আর থাকে না, ভর্তা মতন হয়ে যায়। কী করলে গ্রেটারে ডিম লেগে গিয়ে নষ্ট হবে না? জানিয়ে দিচ্ছি আজকের টিপসে।

ডিম ঝুরি করার পূর্বে গ্রেটারে রান্নার বা সরাসরি খাওয়ার যে কোনো তেল মেখে নিন। এর ফলে ডিম ঝুরি লেগে গিয়ে নষ্ট হবে না।
প্রিয় লাইফ/আশরাফ
২৩ ঘণ্টা, ২৭ মিনিট আগে
২৩ ঘণ্টা, ২৮ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৩০ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৫১ মিনিট আগে