কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছবি: সংগৃহীত

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট, দেশদ্রোহীর মামলা খেলেন জনপ্রিয় ব়্যাপার

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১৫:২৪
আপডেট: ২২ জুন ২০১৯, ১৫:২৪

(প্রিয়.কম) দীর্ঘদিন পর ফের খবরের শিরোনামে হার্ড কৌর। তবে নেতিবাচক কারণে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে ইনস্টাগ্রামে এক বিতর্কিত পোস্ট করে বিপাকে পড়েছেন জনপ্রিয় ব়্যাপার। ওই পোস্টে আরএসএস প্রধান মোহন ভাগবতের নামও উল্লেখ করেছেন তিনি।

তারপরই অভিযোগ দায়ের করা হয় হার্ড কৌরের বিরুদ্ধে। মামলা করা হয়েছে দেশদ্রোহিতার অভিযোগে।

৩৯ বছর বয়সী ওই ব়্যাপারের পোস্টে যোগী আদিত্যনাথ ও মোহন ভাগবতকে নিয়ে বিতর্কিত কিছু অংশ ছিল, যা যোগীর এক শিষ্যের পছন্দ হয়নি।

এরপরই বুধবার হার্ড কৌরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শশাঙ্ক শেখর, যিনি পেশায় একজন আইনজীবী।

হার্ড কৌরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪, ১৫৩, ৫০০ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ধারা ছাড়াও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ তৈরির চেষ্টা এবং মানহানির মামলা দেওয়া হয়েছে। সেই সঙ্গে আইটি আইনের ৬৬ ধারাও যুক্ত করা হয়েছে।

হার্ড কৌরের জন্ম ভারতে হলেও একসময় তিনি লন্ডন চলে যান। পরে কাজের সূত্রে ভারতে ফিরে আসেন। তার গান ‘গ্ল্যাসি’ এবং ‘মুভ ইউর বডি’ একসময় লোকের মুখে মুখে ঘুরত। একাধিক পুরস্কারও তিনি পেয়েছেন।

প্রিয় বিনোদন/মিঠু/রিমন